বিদ্যুৎ হিসাব করা নিয়ম এবং কেনটা কত বিদ্যুৎ খরচ করে

বিদ্যুৎ হিসাব বেড় করতে হলে একটা উদাহরণ দেওয়া হলো :

১মাসের হিসাব

বাতি ওয়াট হলোঃ ৪০ ওয়াট। 

কত ঘন্টা জ্বলবেঃ ০৬ ঘন্টা।

কত দিনঃ ৩০

ভাগ =১০০০

কত টাকা units = 6 

=৪০×০৬×৩০÷১০০০×৬ =৪৩.২ টাকা 

আনুমানিক যন্ত্রপাতি বিদুৎ  ওয়াট  বিবরণঃ

বাতি ঃ ৫ /৭/১০/১৫/২০/২৫/৩০/৩৫/৪০ ওয়াট হয়ে থাকে 

সাইজ অনুযায়ী। 

ফ্যানঃ মাঝার সাইজ ঃ ৫০ থেকে ৭৫ ওয়াট

ফ্যান ঃ বড় সাইজ ৮০ থেকে ১৫০ ওয়াট সাইজ অনুযায়ী বিদ্যুৎ খরচ করে। 

TV : ছোট TV ৫০ থেকে ৭৫  ,   মাঝার ৮০থেকে ১০০ , বড় ১১০ থেকে ১৫০ বা ১৮০ হতে পারে ।   সাইজ অনুযায়ী বিদ্যুৎ খরচ করে।  


None

إرسال تعليق

أحدث أقدم