বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি

 বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি

Bangladesh Institute of Marine Technology


Website  :  bimt.gov.bd


বিআইএমটিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষাদান করা হয়। এছাড়াও একই বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স করা হয়। ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য মাধ্যমিক বা সমমান পাস হতে হয় এবং ট্রেড কোর্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক বা সমমান পাস হতে হয়।

চার বছর মেয়াদিঃ ২টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং

১। মেরিন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং
২।  শিপবিল্ডিং টেকনোলজি ইঞ্জিনিয়ারিং

সার্টিফিকেট ইন মেরিন ট্রেড

ট্রেড কোর্সে হলো ৪ টিঃ [ ২ বছর মেয়াদি ]

১।  মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিসার।
২।  জাহাজ নির্মাণ এবং যান্ত্রিক
 ড্রাফটসম্যানশিপ।
৩। জাহাজ নির্মাণ ঢালাই। 
৪। শিপ ফেব্রিকেশন।


সল্পতায় মেয়াদি কোর্সেঃ
১। কম্পিউটার অপারেশন (০৬মাস) ফি-২০০০-/
২। ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং(০৬মাস) ফি ৩০০০
৩। ওয়ার্ল্ড এন্ড ফেব্রিকেশন(০৬)ফি ৪০০০
৪। পাইট ফিটার(০৩)ফি ৩০০০
৫। মেরিন ইঞ্জিন অ্যান্ড মেকানিক্যাল ফিটার(০৬)ফি ৩০০০
৬। টানার ( লেদার মেরিন অপারেটর) (০৬) ফি৩০০০
৭। মেকানিক্যাল অটোক্যাড(০৬) ফি২৫০০
৮।  টিপ এন্ড মিগ ওয়াল্ডিং(০২) ফি ৮০০০
৯।রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনিং(০৬) ফি ২০০০

বিদেশ ও বহিঃগমন জন্য ০৩ দিন মেয়াদি কোর্সে করা হয় এবং প্রশিক্ষণ করা হয়।  BMET কাজ করা হয়।  
 BMET ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। 
বিদেশে গামী দের -ফি হলো ঃ প্রশিক্ষণ ফি হলোঃ ২০০টাকা 
 
  [[ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো]]

ঠিকানাঃ বিআইএমটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত। এবং সোনাকান্দা, বন্দর,নারায়ণগঞ্জ 


প্রকাশিত তারিখঃ ১৯/০৩/২০২২ - শনিবার 








None

إرسال تعليق

أحدث أقدم