ভূমি উন্নয়ন কর অনলাইন প্রদান

  ভূমি উন্নয়ন কর  অনলাইন  প্রদান 



প্রথম NID Card দিয়ে নিবন্ধন করতে হবে এবং মোবাইল ও পাসওয়ার্ড দিতে হবে। এবং সবশেষে খতিয়ান ও নামজারি খতিয়ান pdf করে। খতিয়ান আপশন ক্লিক   খতিয়ান আপলোড করতে হবে। 

আইডিতে প্রবেশ করে খতিয়ান অপশনে গিয়ে খতিয়ানের তথ্য দিতে হবে। এরপর নাগরিকের বর্তমান ঠিকানা, ইমেইল আইডি অন্তর্ভুক্ত করে নাগরিক প্রোফাইল ১০০% সম্পন্ন করতে হবে। 

২। খতিয়ানের তথ্যের উপর ভিত্তি করে ইউনিয়ন ভূমি অফিস হোল্ডিং তৈরি করবে এবং হোল্ডিং তৈরি হওয়া মাত্রই নাগরিক মেসেজের মাধ্যমে তার জমির হোল্ডিং নম্বর ও ভূমি উন্নয়ন করের দাবীর তথ্য পাবেন। অতঃপর নাগরিক অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করে দাখিলা সংগ্রহ করতে পারবেন।

হোন্ডিং এন্টিং না হলে ভূমি অফিসে যোগাযোগ করলে হোন্ডিং এন্টিং হলে যাবে। তা হলে হেল্পলাইন যোগাযোগ করুনঃ

১৬১২২  ,  +880 9612-316122

 অন্যান্য পদ্ধতিতে নাগরিক নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর প্রদানঃ জাতীয় পরিচয় পত্রের নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখ ও সর্বশেষ খতিয়ান নম্বর প্রদান করে নাগরিক নিম্নোক্ত তিনভাবে নিবন্ধন করতে পারবেনঃ 

ক) " ভূমি উন্নয়ন কর " মোবাইল অ্যান্সের মাধ্যমে। 

খ) ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে উদ্যোক্তার মাধ্যমে 

গ) ৩৩৩ অথবা ১৬১২২ কল সেন্টারে কল করে এজেন্টের মাধ্যমে

None

Post a Comment

Previous Post Next Post