বিশ্ব করোনায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু 


করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছুদিন আগেও ডেলটা, ওমিক্রন ধরনের কারণে নিত্যদিন করোনার ভীতিকর অবস্থা দেখতে হয়েছিল বিশ্ববাসীকে।



মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯১ হাজার ৪২৩ জন। এ সময় মারা গেছেন আরও ৩ হাজার ৪১৩ জন।

 


এর আগে সোমবার (২১ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জন। এ সময় মৃত্যু হয়েছিল ২ হাজার ৯০২ জনের।

 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ২১ লাখ ৬১ হাজার ৭৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ৪১৩ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৪ হাজার ৯৯১ জন।

 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৮ হাজার ৮৪০ জনের

None

Post a Comment

Previous Post Next Post